আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আ ফ ম কামালউদ্দিন হল
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুজিব জন্মশতবার্ষিকী স্মরণে আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে-২০২১ চ্যাম্পিয়ন হওয়ার তকমা অর্জন করেছে আ ফ ম কামালউদ্দিন হল।
সোমবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে জয় লাভ করে কামালউদ্দিন হল। ফাইনালে শহীদ সালাম বরকত হলের সাথে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কামালউদ্দিন হল। একের পর এক আক্রমণে যখন দিশেহারা সালাম-বরকত হলের খেলোয়াড়রা, ঠিক তখনই সুযোগকে কাজে লাগিয়ে কামালউদ্দিন হলের হয়ে একমাত্র গোলটি করেন বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম আবর্তনের মাহমুদুল হাসান কিরণ।
কিরন বলেন, এই টুর্নামেন্টের ধারাবাহিকতা যেন থাকে। বর্তমান যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। এই টুর্নামেন্ট গুলো যদি প্রতিনিয়ত থাকে অনেকেই মাদক থেকে মুক্ত থাকতে পারবে। আর জয় পরাজয় বড় কথা নয়, খেলাটাকে মজা হিসেবে নিয়ে উপভোগ করাই মূল লক্ষ্য।
এ বিষয়ে হল টিম ম্যানেজার আবু ওয়ালিদ বলেন, আজকে আমার হল চ্যাম্পিয়ন হওয়ায় আমি অনেক খুশি। আমি হলের টিমের জন্য যে এফোর্ট দিয়েছি তা আজকে সার্থক।আমার টিম,সিনিয়র, জুনিয়ররা সহ অনেক শুভাকাঙ্ক্ষীরাই বিভিন্ন দিক থেকে টিমকে শক্তিশালী করার জন্য সাহায্য করেছেন। আমি বিশেষ কৃতজ্ঞ আমার হল প্রভোস্ট,হল টিউটর এবং ওয়ার্ডেনদের সহযোগীতার জন্য।আমার হলের গার্ড,সিক বয় যারা আছেন তাদেরকেও ধন্যবাদ কারন তারাও আমাদের টিমের একটা অংশ।
তিনি আরো বলেন, সবচেয়ে খুশির বিষয় হলো আমি যখন থেকে হল ফুটবলের দায়িত্ব নিয়েছে প্রথমবার রানার্স-আপ, পরপর দুবার চ্যাম্পিয়নস হয়েছি ইনশাআল্লাহ আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগত টুর্নামেন্টে নতুন উদ্দ্যমে ফাইট দিবো।
দলের অন্যতম ফরওয়ার্ড ৪৯ তম আবর্তনের অভিষেক বলেন, 'আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনই প্রথম হল টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছিল। কিন্তু সেইবার করোনার কারনে অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ হয়ে যাওয়ায় আর খেলতে পারি নি। এখন এই ফাইনাল খেলায় হলের হয়ে খেলছি যা নিজের কাছেই গর্বের।
তিনি আরো বলেন, হলের ছাত্রলীগের ভাইরা, অন্যান্য সিনিয়র ভাই, বন্ধুরা এবং জুনিয়র যারা আছে সবাই যে পরিমাণ সাপোর্ট দিয়েছে তার ফলেই আজকের চ্যাম্পিয়ন আ ফ ম কামালউদ্দিন হল । সালাম-বরকত হলের খেলোয়াড়রাও ভালো খেলছে। তাদেরকেও অভিনন্দন।'
আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর ফাইনাল ম্যাচের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
#................

